Subhas Sarkar: বাঁকুড়ায় দলের দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে তালা ঝুলিয়ে বিক্ষোভ বহিষ্কৃতদের - বাঁকুড়া
🎬 Watch Now: Feature Video
Published : Sep 12, 2023, 4:05 PM IST
দল থেকে 'বহিস্কৃত'দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । মঙ্গলবার তিনি বাঁকুড়া শহরের নতুনগঞ্জে দলের জেলা দফতরে গেলে তাঁদের দরজা বন্ধ করে রাখা হয় । দেওয়া হয় 'সুভাষ সরকার গো ব্যাক' স্লোগান ৷ পাশাপাশি দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ভিতরে ঢুকতে গেলে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । অভিযোগ উঠেছে যে, এই ঘটনার পিছনে রয়েছেন দলে সদ্য বহিস্কৃত নগর যুব মোর্চা সভাপতি মোহিত শর্মা, বাঁকুড়া বিধানসভায় দলের আহ্বায়ক কৌশিক সিং, রাজ্য যুব মোর্চা সদস্য রিকু শর্মা ও তাঁদের অনুগামীরা ৷ বিক্ষোভকারীরা দলে একনায়কতন্ত্র, ভোটে সেটিং করে হারানোর অভিযোগ তুলেছেন ৷ তাঁরা বলেন, এটা ছিল প্রতীকী প্রতিবাদ । তৃণমূলের সঙ্গে যোগসাজোশ করে বহিস্কৃতরা এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন বাঁকুড়ায় বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল । বিক্ষোভকারীরা দলের ক্ষতি করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি ৷ এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ ।