Durand Cup Final: 'হেভিওয়েট হলেই ডার্বি জেতা যায় না', বলছেন সুব্রত; বাগানকে এগিয়ে রাখছেন দীপেন্দু-নবি - Ex Footballer Reaction over Derby in Durand Cup
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2023, 8:45 PM IST
|Updated : Sep 3, 2023, 10:03 AM IST
'হেভিওয়েট টিম হলেই ডার্বি জেতা যায় না।' ডুরান্ড ফাইনালে ডার্বি বিশ্লেষণ করতে গিয়ে বললেন সুব্রত ভট্টাচার্য। ফুটবলার এবং কোচ হিসেবে বহু ডার্বির নায়ক তিনি। ডার্বির স্পন্দন চেনেন। তাই হেভিওয়েট বলে মোহনবাগান সুপার জায়ান্ট আগামিকাল অর্থাৎ, রবিবার ডুরান্ড ডার্বি অনায়াসে জিতবে তা মনে করেন না। তাঁর মতে, "সেই চরিত্র নেই। যারা ভয়ডরহীন ফুটবল খেলে তারাই ম্যাচ বের করবে। সেই সৌন্দর্য নেই বর্তমানের ফুটবলে যা সত্তর কিংবা আশির দশকে ছিল।"
একইসঙ্গে সুব্রত ভট্টাচার্য মনে করেন এই ফুটবলে ভারতীয় ফুটবলের উন্নতির কোনও আশা নেই। যেসব বিদেশি ফুটবলার খেলছেন তারা কোন মানের ফুটবলার, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ময়দানের বাবলু ভট্টাচার্য। প্রাক্তন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস যদিও ইস্টবেঙ্গলের খেলার শৈলীতে মুগ্ধ। কোচ কার্লস কুয়াদ্রাতের দল সাজানো এবং পরিচালনার কারণেই আটটি ম্যাচ পরে জয় সম্ভব হয়েছিল বলে তিনি মনে করেন। তবে এবার মোহনবাগানও ভুলত্রুটি শুধরেছে বলে মনে করেন। তাই লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই তাঁর মত।
রহিম নবি বলছেন, প্রত্যাঘাতের চেষ্টায় মরিয়া হবে মোহনবাগান সুপার জায়ান্ট। তাই ইস্টবেঙ্গলের কাজ কঠিন। তাঁর মতে, "ধারে ভারে সবুজ-মেরুন এগিয়ে। তবে শেষ পর্যন্ত ট্রফি বাংলাতে থাকবে দেখে খুশি তিনি।"