Elephant Viral Video: আগুন নিয়ে গ্রামবাসীরা তাড়া করতেই ধেয়ে এল হাতির পাল; ভিডিয়ো ভাইরাল - হাতি ও মানুষের লড়াই
🎬 Watch Now: Feature Video
হাতি এবং মানুষের মধ্যে লড়াই ৷ ভয়ংকর সেই ভিডিয়ো দেখলে চমকে উঠবে যে কেউ ৷ বৃহস্পতিবার অসমের গোয়ালপাড়ার হরিমুড়া ডাইকাটা গ্রামে একদল হাতি গিয়েছিল ফসল খেতে ৷ সেই সময় স্থানীয়রা হাতির উপর হামলা চালায় ৷ গ্রামবাসীরা গায়ে আগুন ছুড়ে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করে। লম্বা খুঁটির একপ্রান্ত জ্বালিয়ে হাতিদের দিকে ভয় দেখাতে থাকে তারা ৷ এর পালটা হাতিরা রেগে গিয়ে গ্রামবাসীদের তাড়া করতে থাকে ৷ ঘটনাটির ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন গ্রামেরই এক বাসিন্দা ৷ তারপরই মুহূর্তের মধ্যে ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷
উল্লেখ্য, সম্প্রতি বনাঞ্চলের আশেপাশে মানুষ ও হাতির সংঘর্ষের ঘটনা সামনে আসছে হামেশাই ৷ হাতিরা খাবার খেতে জমিতে কখনও বাড়িতেও হানা দিচ্ছে ৷ তাতেই আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ৷ কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2014 থেকে 2022 সাল পর্যন্ত বন্য হাতির আক্রমণে দেশে 3 হাজার 938 জন মানুষ প্রাণ হারিয়েছেন ৷ তাতে শুধুমাত্র আসামেই 561 জন মারা গিয়েছেন হাতির হানায় ৷ এর পাশপাশি বেশ কিছু হাতিও প্রাণ হারিয়েছে ৷