Elephant Attack: দলছুট দাঁতালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি চাষবাসে, গজরাজকে জঙ্গলে ফেরাতে তৎপর বনকর্মীরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

দাঁতালের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ (Elephant Fear at Paschim Medinipur)। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এক নম্বর ব্লকের মনোহরপুর 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল (Elephant Attack in Chandrakona)৷ গ্রামে ঢুকে পাড়ার অলিগলি ছুটল গজরাজ । যার জেরে আতঙ্কে এলাকাবাসী । লোকালয়ে হাতি ঢুকে পড়ায় চাষের ক্ষয়ক্ষতি হলেও বন বিভাগের তৎপরতায় এড়ানো গিয়েছে প্রাণহানির ঘটনা (Paschim Medinipur News) ৷ যদিও এই দলছুট দাঁতাল কোথা থেকে এল সে নিয়েই সন্দিহান বনবিভাগ । তাঁদের অনুমান শালবনির জঙ্গল থেকেই দাঁতাল হাতিটি রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়ে । তবে দাঁতালটির গতিবিধির উপর নজর রেখেছে বন বিভাগের কর্মী ও আধিকারিকরা ৷ হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে । তবে গ্রামবাসীদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ অন্যদিকে, ঝাড়গ্রামেও হাতির আক্রমণে এই ক'দিনে মোট সাতজনের মৃত্যু হয়েছে ৷ জঙ্গলে মহুল ফল কুড়োতে গিয়ে শুক্রবার তিনজনকে আছড়ে মারে হাতি ৷ এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ বনকর্মী ও বনাধিকারিকরা হাতিটিকে ঝাড়খণ্ডের দিকে তাড়াতে তৎপর হয়েছেন ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.