Bankura Lottery Win: লটারি জিতে রাতারাতি কোটিপতি, মা-বাবার চিকিৎসার অভাব ঘুচল পূর্ণচন্দ্রের - electric mechanic win one crore in lottery
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়ার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র ধীবর পেশায় ইলেকট্রিক মেকানিক (electric mechanic win one crore in lottery) ৷ গ্রামের এক প্রান্তে রয়েছে ইলেকট্রিকের দোকান ৷ ঘরে অসুস্থ বৃদ্ধ মা-বাবা ৷ অভাবের সংসারে বাবা-মায়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা, তার উপর দাদা, বৌদি ও ছোট্ট ভাইপো ৷ যা আয় হয় তা দিয়ে কোনও মতে ছ’জনের সংসার চলে ৷ কিন্তু ওই যে কথায় বলে যে খায় চিনি, জোগায় চিন্তামণি ৷ কয়েকদিন আগেই গ্রামের একটি লটারি দোকান থেকে মাত্র দেড়শো টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন ৷ সেই টিকিটেই এক কোটি জিতলেন পূর্ণচন্দ্র ৷ এখনও পর্যন্ত লটারির পুরস্কার হাতে না-পেলেও, অভাবের সংসারে লটারি জিতে খুশি পূর্ণচন্দ্র ৷ এবার বৃদ্ধ মা-বাবার চিকিৎসা করাতে পারবেন বলে জানান ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST