Eid Namaz in Durgapur : দুর্গাপুরে 2 বছর পর খোলা মাঠে ঈদের নমাজ পাঠ - দুর্গাপুরে দুবছর পর খোলা মাঠে ঈদের নামাজ
🎬 Watch Now: Feature Video
আজ ঈদ । দু'বছর পর খোলা মাঠে ঈদের নমাজ পড়ল দুর্গাপুরবাসী (Eid namaz in open ground after 2 years in Durgapur)। দুর্গাপুরের আকবর রোড, দেশবন্ধুনগর, স্টেডিয়াম সংলগ্ন খোলা মাঠে সকালে দেখা গেল নমাজ পড়ার জন্য ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মুসলিমদের ভীড় । করোনা আতঙ্ক কাটিয়ে এলাকায় আজ উৎসবের আমেজ । বৃষ্টিভেজা সকালে ঈদ উপলক্ষে দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীণা চৌধুরী উপস্থিতি ছিলেন আকবর রোড ময়দানে । মঙ্গলবার ভোরে আবহাওয়া খারাপ ছিল, তা সত্ত্বেও মানুষজনের ভিড় দেখা যায় রাস্তাঘাটে । 9 নম্বর ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST