Bijaya Dashami 2023: পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন চন্ডীতলা 97 পল্লিতে - Bijaya Dashami 2023
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 3:05 PM IST
পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জনের সাক্ষী রইল কলকাতা ৷ থিম নয় প্রতিমা নিরঞ্জন পদ্ধতিতেও নজির গড়ল টালিগঞ্জ কুদঘাট এলাকার চন্ডীতলা 97 পল্লির পুজো উদ্যোক্তারা ৷ শহরের সকল পুজো কমিটি এবং উদ্যোক্তারা যখন জলাশয় কিংবা গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করছে, তখনই পরিবেশের কথাকে মাথায় রেখে 97 পল্লির চিন্তাভাবনা ছিল একেবারে ভিন্ন প্রকারের । পরিবেশবান্ধব প্রতিমা নিরঞ্জন করে নজির গড়লেন এই পুজোর উদ্যোক্তারা ৷
পুজো কমিটির কর্মকর্তা জয়ব্রত বসু রায় ইটিভি ভারতকে বলেন, "আমরা পুজোর আগে থেকেই পরিকল্পনা করেছিলাম পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন করব এই বছর । আর তার জন্যই আমরা দমকল এবং পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছি । বুধবার দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পাইপের মাধ্যমে প্রতিমার উপর বেশ কয়েক ঘণ্টা ধরে জল ঢেলে মাটির আস্তরণ একেবারে গলিয়ে ফেলেন । এটি ছিল প্রতিমা নিরঞ্জন ৷" যা শহর কলকাতার বুকে দেখা যায় না । বিশেষজ্ঞ মহলের মতে, এই ভাবে পরিবেশ বান্ধব নিরঞ্জন যদি সমস্ত পুজো উদ্যোক্তারা করেন তবে পরিবেশ এবং গঙ্গা দূষণের হাত থেকে অনেকটাই বাঁচবে সমাজ ৷ এটাই প্রথম নয় এর আগেও টালা প্রত্যয় পার্কেও এই পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করেছে ৷