Durgapur Municipal Corporation: আবর্জনা সংগ্রহ বন্ধ করে আন্দোলনে দুর্গাপুর পৌরনিগমের সাফাইকর্মীরা - দুর্গাপুর পৌরনিগম
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর নগর নিগমের (Durgapur Municipal Corporation) দু'নম্বর বোরো অফিস ঘেরাও করে সোমবার বিক্ষোভ দেখাল সাফাইকর্মীরা । অভিযোগ, চুক্তি ছাড়াই অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাদের ৷ আলোচনা না-করেই মিশন নির্মল বাংলার গাড়িতে করে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে (Durgapur Municipal Corporation Cleaning Workers Protests)। চুক্তির মধ্যে এই কাজ না-থাকা সত্ত্বেও তাঁদের দিয়ে করানো হচ্ছে । তারই প্রতিবাদে এই বিক্ষোভ ৷ দ্রুত নগর নিগমের তরফ থেকে তাঁদের সঙ্গে আলোচনা করা না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সাফাইকর্মীরা । এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর বোরো অফিসের এসআই তরুণ রুইদাস জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST