Congress Protest: গণতন্ত্রের নামে শ্রাদ্ধ! অভিনব প্রতিবাদ দুর্গাপুর কংগ্রেসের - গণতন্ত্রের শ্রাদ্ধ করে অভিনব প্রতিবাদ কংগ্রেসের
🎬 Watch Now: Feature Video
গণতন্ত্রের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান । অভিনব প্রতিবাদ দুর্গাপুরের কংগ্রেস কর্মীদের । রীতিমতো শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করে, রীতি মেনে পুজো দিয়ে চলল প্রতিবাদী কর্মসূচি । 2017 সালের আজকের দিনে দুর্গাপুর পৌরনিগমের নির্বাচনে মোট 43টি ওয়ার্ডে নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ভোট লুটপাটের অভিযোগ উঠেছিল । সেই থেকেই এই দিনটিকে বিরোধীরা কালা দিবস হিসাবে পালন করে আসছে । 6 বছর পরে আজ রবিবার কংগ্রেসের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি দেখে হতবাক শিল্প শহরের বাসিন্দারা । পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণ । পুরোহিতের মন্ত্র উচ্চারণে উঠে এল ভৈরব বাহিনী, চৌর্য গোত্র, ওম গণতন্ত্রায় নমঃ ইত্যাদি । হিন্দু রীতি মেনে গণতন্ত্রের হত্যার অভিনব প্রতিবাদ । গণতন্ত্রের অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে শ্রাদ্ধানুষ্ঠান ।
কলার পেটো, তিল, ফল, চাল, আলু সব আয়োজনকে বজায় রেখেই গণতন্ত্রের অতৃপ্ত আত্মার শান্তি কামনার্থে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন । মাইকে পুরোহিতের মন্ত্র উচ্চারণে উঠে ব্যবহার করা হল 'হার্মাদ'। অগণিত কংগ্রেস কর্মী এই অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখার জন্য দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে দাঁড়িয়ে পড়তে দেখা গেল অগণিত পথচলতি মানুষকে । পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, 2017 সালের 13 অগস্ট অর্থাৎ আজকের দিনে দুর্গাপুর নগরনিগমের নির্বাচনে শাসক দলের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, মলয় ঘটক-সহ জিতেন্দ্র তিওয়ারি বহিরাগত গুণ্ডাদের নিয়ে আসে দুর্গাপুরের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের হত্যা করেছিল । তাই গণতন্ত্রের মুক্তি কামনায় তার আত্মার শান্তি কামনায় এই শ্রাদ্ধানুষ্ঠান ।