Jalpaiguri Baikunthapur Rajbari বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দুর্গার কাঠামো পুজোর পর নন্দোৎসব ও কাদাখেলায় মাতলেন স্থানীয়রা - বৈকুণ্ঠপুর রাজবাড়িতে নন্দোৎসব ও কাদাখেলা
🎬 Watch Now: Feature Video
নন্দোৎসব ও কাদাখেলার মধ্যে দিয়ে শনিবার সম্পন্ন হল 513 বছরের পুরনো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গার কাঠামো পুজো(Durgapuja Preparation Start at Baikunthapur Rajbari)৷ ঐতিহ্য মেনে এদিন কাঠামো পুজো করেন রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসু, বধূ লিন্ডা বসু ও কুল পুরোহিত শিবু ঘোষাল । কাঠামো পুজোর পর শুরু হয় নন্দোৎসব ও কাদাখেলা(Nandotsav at Baikunthapur Rajbari)৷ স্থানীয় কিশোররা এই খেলায় অংশগ্রহণ করে ৷ রীতি আছে এই কাদামাটিই প্রতিমার অঙ্গে প্রথম দেওয়া হয় ৷ জন্মাষ্টমী হওয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি ৷ অপেক্ষার প্রহর গোনা শুরু ৷ রাজবাড়ির কাঠামো পুজো হতেই জলপাইগুড়ির আকাশে বাতাসে পুজোর গন্ধ ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST