Durga Puja 2023: ফিরুক পাখি, বন্ধ হোক মোবাইলের দাপাদাপি ! পুজোর থিমে পরিবেশের সমারোহ - পুজোর থিমে পরিবেশ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 12:17 PM IST

পশ্চিম মেদিনীপুরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব এ বছর 45তম বর্ষে পদার্পণ করল । বিগ বাজেটের অন্যতম মণ্ডপ এই বিধাননগর । শুধু মণ্ডপ বা থিম বলা ভুল হবে, এখানে মূলত চতুর্থী থেকেই আড্ডা দিতে আসেন তরুণ-তরুণী থেকে কচিকাঁচারা । এ বছর 18 লক্ষ টাকা খরচ করে এই পুজো কমিটি থিম করেছে পরিবেশের সমারোহে । তাঁদের উদ্দেশ্য, সুন্দর প্রাকৃতিক পরিবেশ আবার পুনরায় ফিরিয়ে দিন দেবী দুর্গা । মানুষের স্বার্থ ও লোভের জন্য একে একে গাছপালা কেটে অট্টালিকা যেমন গড়ে তোলা হচ্ছে, ঠিক তেমনই মাটির জমির জল সব ঘিরে ফেলছে মানুষ । ফলে নষ্ট হচ্ছে আগেকার সেই প্রাকৃতিক পরিবেশ । খাদ্য-খাদকের সম্পর্কের যে পরিবেশ, তা নষ্ট হওয়ার ফলেই হারাচ্ছে ভারসাম্য । আর তাতেই জীবজন্তু পশুপাখি একে একে উড়ে যাচ্ছে ভিন দেশে । একদিন হয়তো এই ভাবে বিলুপ্ত হয়ে যাবে গোটা মানব প্রজাতি । থাকবে না কোনও জীবজন্তু পশুপাখি ও পোকামাকড় । তাই এ বার 2023 সালে দুর্গতিনাশিনীর কাছে উদ্যোক্তাদের আবেদন, আগের পরিবেশকে পুনরায় ফিরিয়ে আনার । এই মণ্ডপে ঢুকলে এক শান্ত পরিবেশের সঙ্গে ঝিঝি পোকা এবং পশু পাখির হালকা কলরব শোনা যাবে । বিধাননগর মাঠে দিনের পাশাপাশি গভীর রাত পর্যন্ত নামছে দর্শনার্থীদের ঢল । এ বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তা সুশীল মুখোপাধ্যায়, পবিত্র হাজরারা বলেন, "মূলত আমরা ফিরিয়ে আনতে চেয়েছি পুরনো সেই প্রাকৃতিক পরিবেশ । যেখানে থাকবে না কোনও মোবাইলের দাপাদাপি, কোনও ইন্টারনেট অথবা এই বিরাট বড় বড় অট্টালিকা । সমস্ত পশুপাখি থাকবে, থাকবে জীবজন্তু এবং পরিবেশের এক অন্যতম কলরব । আর তাই মা দুর্গার কাছে সেই আবেদনে আমাদের থিম পরিবেশের সমরোহে । এ বছর আমাদের 18 লক্ষ টাকার বাজেট এবং 45 বছরে পদার্পণ করল এই পুজো ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.