Durga puja 2023: মহালয়ার পুজো শুরু ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে - দুর্গা পুজো
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 10:04 PM IST
মহালয়ার আগেই দেবীবন্দনা শুরু ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে ৷ কৃষ্ণা নবমী থেকে পুজো শুরু হয়ে চলবে শুক্লপক্ষের নবমী পর্যন্ত ৷ এখানে দেবীর চারদিনের আরাধনা নয়, উমাবন্দনা হয় টানা 15 দিন ধরে ৷ এই পুজোর আরও এক বৈচিত্র হল এখানে পুজারী বাড়ির কর্তা ৷ পেশায় ইঞ্জিনিয়ার হলেও প্রসেনজিৎ দাস নিজে দেবীবন্দনা করেন ।
বাড়ির কর্তা প্রসেনজিৎ দাস জানান, তাঁরা যখন বাড়ি থেকে বাইরে যেতেন তাঁর মা বলতেন 'দুগ্গা, দুগ্গা' ৷ সেই থেকেই দিদি ও তিনি পুজোর চিন্তা ভাবনা করেন ৷ তাঁরা নিজেরাই বিভিন্ন বই পড়ে তারা পুজোর আরম্ভ করেন । তবে এখনই শেষ নয়, দাস বাড়ির এই পুজোর প্রতি বছরই নতুন নিয়মে হয় ৷ কোনও এক রকম বাঁধা গতে হয় না ৷ এই পুজোয় কীভাবে নতুনত্ব আনা যায়, তার জন্য বিভিন্ন বই পড়েন তাঁরা ৷ বই পড়ে নতুন কিছু আচার আয়োজন জানতে পারলে তারও বাস্তবায়ন ঘটে পুজোয় । তাই বলা চলে, প্রতি বছরই নতুনত্ব থাকে এই দাস বাড়ির পুজোয় । বাবার সঙ্গে পুজোর কাজে যোগ দেয় ছোটছেলে আয়ুষ দাসও ৷