Madhyamik Result 2023: মাধ্যমিকের মেধাতালিকায় দমদমের কিশোর ভারত স্কুলের দুই ছাত্র - মাধ্যমিকের মেধাতালিকায় দমদমের কিশোর ভারত স্কুল
🎬 Watch Now: Feature Video
চলতি বছরের মাধ্যমিকের মেধাতালিকায় নাম নেই কলকাতার ৷ তবে বাজিমাত করে দিয়েছে জেলা। উত্তর 24 পরগনার দমদম কিশোর ভারতী বিদ্যামন্দির স্কুলের দুই ছাত্রই এবার নজর কেড়েছে মেধা তালিকায়। 684 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে রুদ্রনীল ঘোষ অন্যদিকে তারই সহপাঠী দশম স্থানাধিকারী প্রত্যুষ চট্টোপাধ্যায় পেয়েছেন 683। মাধ্যমিকে প্রথমবার মেধাতালিকায় নাম ওঠায় খুশি স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। তবে শুধু পড়াশোনা নয়, দুই বন্ধুই পড়াশোনার ফাঁকে পছন্দ করেন খেলাধুলা। রুদ্রনীল ঘোষের প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদ ৷ তাই পড়াশোনার মাঝে চলত খেলা দেখাও ৷
অন্যদিকে, প্রত্যুষ চট্টোপাধ্যায় পড়ার মাঝে সময় বার করে গল্পের বই পড়তে, সিনেমা দেখতে এবং খেলা দেখতে পছন্দ করে। দুই সহপাঠী তথা বন্ধু জানিয়েছে, পরীক্ষায় ভালো ফল করতে হবে, এই আশা নিয়েই তারা পড়াশোনা করেছে ৷ তবে এত ভালো ফল হয়ে যাবে ভাবতে পারেনি ৷ স্কুলের ছাত্রদের এই ফলাফলে গর্বিত স্কুলের প্রধান শিক্ষক পিন্টু সাহা ৷ তিনি জানিয়েছেন, এই স্কুল অন্যান্য স্কুলের থেকে আলাদা ৷ এখানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্যার-ম্যাডামের সম্পর্ক নয়, বরং দাদা-দিদির সম্পর্ক ৷ ফলে তাদের এই সাফল্যের কৃতিত্ব পুরোটাই তাদের, দিদি-দাদারা শুধু পাশে থেকে সাহায্য করেছে ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিল দুই কৃতি ছাত্র ৷ কী বলেছে শুনে নিন ৷