Raksha Bandhan 2022: অনলাইন, হোম ডেলিভারির ধাক্কায় ক্রেতার দেখা নেই রাখির দোকানে - Raksha Bandhan 2022
🎬 Watch Now: Feature Video
বিভিন্ন অনলাইন শপিং সংস্থার ওয়েবসাইটে জ্বলজ্বল করছে হরেকরকমের রাখি (Hatibagan Rakhi shops have lesser customers due to online boom) । কী দিয়ে তৈরি, কতটা বড়, কত দাম, কী রঙের সবটাই পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে তাতে । এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় মিলছে পছন্দের রাখি । আবার বহু কর্মরত মহিলা কাজের শেষে পোশাক বিক্রির মতোই রাখিও বিক্রি করছেন । আর এসবের ধাক্কায় ফুটপাতে রাখির বাজার একেবারে মন্দা । রাখি পুর্ণিমার আগের দিনও হাতিবাগানের রাখি বিক্রেতাদের দোকান কার্যত ক্রেতা শূন্য । বাজারের এমন অবস্থায় হতাশ বিক্রেতারা । দোকানি সঞ্জীব ঘোষ বলেন, "দিন সাতেক আগে থেকে দোকানে রাখি বিক্রি করি। প্রায় লাখখানেক টাকার মাল আছে । তিনজন কর্মীকে প্রতিদিন রোজ 400 টাকা করে দিতে হয় । দোকান জুড়ে প্রায় 12-15টি বড় আলো যার প্রতিটার জন্য প্রতিদিন 20 টাকা করে 250-300 টাকা গুনতে হয় । রাখির আগের দিন দোকান ভর্তি মাল পড়ে । করোনা কাটলেও বাজার মোটেই ভালো নয় ।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
Raksha Bandhan 2022