Dilip on Kunal: নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে নাম না-করে কুণালকে আক্রমণ দিলীপের - Dilip Ghosh criticises TMC leaders
🎬 Watch Now: Feature Video
শনিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC leaders)৷ সেখানেই নাম না-করে কুণাল ঘোষ-সহ একাধিক জেলাস্তরের তৃণমূল নেতাকে তোপ দাগেন এই বিজেপি নেতা ৷ শনিবার প্রাতঃভ্রমণে এসেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "যারা বেশি বলে, তাদের লোকে এখন শোনাচ্ছে । যারা টিভির পর্দায় ডায়লগ মারত, তারা যে কত বড় চোর সেটা পাবলিক এখন বুঝিয়ে দিচ্ছে । আমরা পাবলিককে বলছি, আপনার জলের টাকা, ঘরের টাকা, শৌচালয়ের টাকা লুঠ হয়ে গেছে । তারাই আপনার বাড়ির সামনে আসছে । মানুষ সবই জানত। ভয়ে বলত না। আমরা আওয়াজ তুলেছি। মানুষ সাহস পেয়েছে। বলতে শুরু করেছে । হিসেব চাইছে । জঙ্গলমহলও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছে, তারা কিছু পায়নি । সর্বস্তরে এই আওয়াজ এবার উঠবে । বিশ্বাসযোগ্য কিছুই না । আবার সবই বিশ্বাসযোগ্য । দোষীকে যারা ধরবে, তারাই এই দোষের পিছনে আছে। কী করে আশা করেন, এরা ধরা পড়বে ? বামাল শুদ্ধ পুরো সরকার ও পুলিশ এই কাজে লিপ্ত।"