Dilip Salms Abhishek: পঞ্চায়েতের প্র্যাকটিস ম্যাচ, তৃণমূলের দলীয় ব্যালট বক্স লুঠ নিয়ে খোঁচা দিলীপের - তৃণমূলের দলীয় ব্যালট বক্স লুঠ
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত নির্বাচনে দলীয়কর্মীদের চাঙ্গা করতে আসরে নেমেছে বিজেপি ৷ পুরুলিয়ার পর শনিবার বাঁকুড়ার মাচানতলায় আকাশমুক্ত মঞ্চে 'চায়ে-পে-চর্চা'র আয়োজন করা হয়েছিল ৷ এই সভাতেই উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ । এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে পদ্মশিবিরের প্রথম সারির নেতা দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটা আছে না গিয়েছে তা দেখতে খোকাবাবু গিয়েছে কোচবিহারে, সেখানেও ব্যালট বাক্স লুঠ হচ্ছে ৷ এ আর কিছু না পঞ্চায়েত ভোটের আগে প্র্যাকটিস ম্যাচ শুধুমাত্র ।"
এই সভা শেষেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসংযোগ যাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ করেন ৷ রীতিমতো কটাক্ষের সুরেই তিনি জানান, অভিষেক এখন অমিত শাহকে নকল করছেন । আবার কখনও মোদিজী-কে নকল করছেন ৷ আবার মন্দিরে যাওয়া শুরু করেছেন ৷ আগে নামাজ পড়তেন এখন লোকের বাড়িতে গিয়ে নৈবেদ্য সাজিয়ে বসছেন ৷
আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাঁকুড়ায় আগমন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা কর্মীদের অনেকটাই বাড়তি অক্সিজেন বলে মনে করেছেন দলীয় কর্মী সমর্থকেরা । এদিনের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীলরুদ্র মণ্ডল, বাঁকুড়ার বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা-সহ একাধিক বিজেপি নেতৃত্ব ।