Diamond Harbour-Sealdah local: লাইনে ফাটল, যুবকদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডায়মন্ডহারবার-শিয়ালদা লোকাল - ডায়মন্ড হারবারে রেললাইনে ফাটল
🎬 Watch Now: Feature Video
স্থানীয় কিছু যুবকের তৎপরতা ও উপস্থিত বুদ্ধির জোরে সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডায়মন্ডহারবার-শিয়ালদা লোকাল (Diamond Harbour-Sealdah local) । এদিন সন্ধ্যা নাগাদ ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছে ডায়মন্ডহারবার-শিয়ালদা আপ লাইনে ফাটল দেখতে পায় বেশ কয়েক জন যুবক । তাঁরাই বুদ্ধি করে লাল রঙের জ্যাকেট দেখিয়ে ও হাত নেড়ে আপ ডায়মন্ডহারবার লোকালকে থামান (Diamond Harbour Sealdah local avoids accident) ৷ খবর দেওয়া হয় রেল আধিকারিকদের ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় ওই রেললাইন মেরামতির কাজ শুরু হয়েছে ৷ রাতের মধ্যে তা ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST