Debolina Dutta: এ বছর পুজোয় 'ভটভটি' দুল পরবেন দেবলীনা - ভটভটি
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি মুক্তি পেয়েছে দেবলীনা দত্ত (Debolina Dutta) অভিনীত বাংলা ছবি 'ভটভটি' (Bhotbhoti)। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত এই ছবির আদি থেকে অন্ত - সব দিক যত্ন নিয়ে সামলেছেন তিনি । তাই সাফল্যও এসেছে ৷ শহর এবং শহরের বাইরে, দুই জায়গাতেই এ বার কাটবে অভিনেত্রীর পুজো । পুজোয় শাড়ি নাকি অন্য পোশাক বেশি পছন্দ ? শহরে নাকি বাইরে থাকতে ভালো লাগে পুজোয় ? এমনই নানা প্রশ্নের গোছানো উত্তর দিলেন অভিনেত্রী ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST