Barisha Players Corner: বড়িশা প্লেয়ার্স কর্নারে সৌরভের গ্যালারি উদ্বোধনে ঝুলন, মহারাজের পাড়া টাপা-টিনির তালে - সৌরভের গ্যালারি উদ্বোধনে ঝুলন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 1, 2022, 12:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

খানিক বিলম্ব হলেও মহারাজের পাড়ার পুজোয় হাজির হন কুইন অফ ইন্ডিয়ান ক্রিকেট ঝুলন গোস্বামী (Cricketer Jhulan Goswami) । সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা হওয়ার পর ঝুলন আসেন । প্রদীপ জ্বালান তিনিও । সব মিলিয়ে শুক্রবার বড়িশা প্লেয়ার্স কর্নারে (Barisha Players Corner) পঞ্চমীর সন্ধেতে তারকাদের হাট বসে। আর তা দেখতে অসংখ্য মানুষের ভিড় জমান মণ্ডপ চত্বরে । সৌরভের সঙ্গে সঙ্গে এবছর বড়িশা প্লেয়ার্স কর্নারও পঞ্চাশ বছরে পা দিয়েছে ৷ সেই উপলক্ষে একটি গ্যালারি তৈরি করেছেন আয়োজকরা ৷ এদিন সেই গ্যালারির শুভ উদ্বোধন করেন ঝুলন । উদ্বোধন পর্বের পর নাচে গানে মেতে ওঠে পাড়ার সকলে । অদিতি ভট্টাচার্যের কণ্ঠে শোনা যায় 'বেলাশুরু' ছবির 'টাপা টিনি' গান ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.