thumbnail

By

Published : Feb 14, 2023, 9:46 PM IST

ETV Bharat / Videos

Valentine's Day Blooper: শহরজুড়ে ভালোবাসার আবহ ! ভ্যালেন্টাইন্স ডে'র আসল অর্থই অজানা যুগলদের

বাঙালির সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day Blooper)। এ বছর তা কেটে গিয়েছে ৷ এ বার এল 14 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রকৃত ভ্যালেন্টাইন্স ডে ৷ আর ভালোবাসার দিন পেলে তা কী আর ছাড়া যায় ? কারণ হাজারও ব্যস্ততার মাঝে সেই প্রিয় মানুষটাকে হয়তো বলাই হয় না ভালোবাসার কথা (Couples celebrate Valentines Day)৷ যাওয়া হয় না কোথাও একান্তে । তাই একটা দিন তাঁর জন্য পালন করলে ক্ষতি কি ? 14 ফেব্রুয়ারি প্রেম দিবসে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা গেল যুগলদের । প্রিয় মানুষের হাত ধরে নতুন করে ভালোবাসার শহরকে চিনে নিচ্ছেন তাঁরা । এখনই যেন বসন্তের স্বাদ উপভোগ করে নিচ্ছেন যুগলে । তবে এই দিনের আসল অর্থ কী ? কেন পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে ? তা কিন্তু অনেকেই জানে না । কয়েকজন কিছুটা জানলেও তা একেবারেই আবছা ৷ কথিত আছে, এককালে রোমে এক ধর্মযাজক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে এক মহিলার চিকিৎসা করেন এবং তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ভ্যালেন্টাইন । তবে সে সব একদমই পচ্ছন্দ করতেন না সেই সময়ের সম্রাট ক্লডিয়াস । তিনি মনে করতেন যে, বিয়ে করলে পুরুষের শক্তি এবং বুদ্ধিমত্তা হ্রাস পায় । তিনি আদেশ দেন যে, তাঁর সৈন্য বা অফিসার কেউই বিয়ে করবেন না । ফলে রাগের বশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলিয়ে দেন ক্লডিয়াস । সেই চিকিৎসককে স্মরণ করেই পালিত হয়  'ভ্যালেন্টাইনস ডে'।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.