chochbihar airport: রানওয়ে বাড়াতে কেন্দ্রকে চিঠি জেলা প্রশাসনের - এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার
🎬 Watch Now: Feature Video
কোচবিহার বিমানবন্দরে বড় বিমান যাতে অবতরণ করতে পারে, তার জন্য রানওয়ে বাড়ানোর প্রস্তাব রেখেছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে ৷ এমনটাই জানালেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। পাশাপাশি তিনি জানিয়েছেন, এতদিন সপ্তাহে ছয়দিন কোচবিহার থেকে কলকাতার বিমান পরিষেবা চালু থাকলেও এবার থেকে সপ্তাহে সাতদিনই উড়বে বিমান। এর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "বড় বিমান যাতে নামতে পারে সেজন্য রানওয়ে বাড়ানো দরকার। সে কারণে রাজ্য সরকারের তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে।" কোচবিহারের রাজাদের আমলে কোচবিহার বিমানবন্দর চালু হয়। পরবর্তীতে বিমান চলাচল অনিয়মিত ছিল। এরপর গত 21 ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা নয় আসনের বিমান পরিষেবা চালু হয়। যাত্রী সংখ্যা বাড়তে থাকায় প্রথমে সপ্তাহে পাঁচদিন চললেও এরপর বাড়িয়ে ছয়দিন করা হয়। এবার সাতদিনই চলবে। পাশাপাশি যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় এবার কোচবিহার বিমানবন্দরের রানওয়ে বাড়ানো জন্য রাজ্যের তরফে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কাছে প্রস্তাব পাঠাল রাজ্য সরকার ৷