Congress Workers Block Road: জোর করে গাড়ি আটকানো, বচসা তর্কাতর্কি! কংগ্রেসের আন্দোলন ঘিরে সরগরম বারাসত - congress workers block road on national highway
🎬 Watch Now: Feature Video
প্রথমে জোর করে গাড়ি আটকানো । তারপর চালক এবং গাড়ির সওয়ারির সঙ্গে বচসা থেকে শুরু করে তর্কাতর্কি (congress workers block road on national highway) । এমনকী আঙুল উঁচিয়ে হুঁশিয়ারিও ! রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদে শুক্রবার কংগ্রেসের অবরোধ আন্দোলন কার্যত এমনই চেহারা নিয়েছিল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । যা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বারাসতের কলোনি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে । কংগ্রেসর বর্ষীয়ান সদস্য খোকা বসুর নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ সূত্রের খবর, শুক্রবার অবরোধ আন্দোলন চলাকালীন হঠাৎই একটি চার চাকা গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে আটকে দেন কংগ্রেস কর্মীরা । এই নিয়ে গাড়ির চালকের সঙ্গে কংগ্রেস নেতৃত্বর মধ্যে কথা কাটাকাটি ও বচসা শুরু হয় ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অবরোধ উঠে যাওয়ার পর পুনরায় শুরু হয় জাতীয় সড়কে যানচলাচল । এই বিষয়ে কংগ্রেস নেতা খোকা বসু বলেন, "ভারতবর্ষের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা । কংগ্রেসকে শেষ করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ তারই অঙ্গ । এর বিরুদ্ধে কংগ্রেস দল জনমত গড়ে তুলবে আন্দোলনের মধ্য দিয়ে ।"