Jagadhatri Puja 2022: কাগ্রামে জগদ্ধাত্রীপুজোয় মাতেন ইসলাম ধর্মাবলম্বীরাও - মুর্শিদাবাদের খবর
🎬 Watch Now: Feature Video
মুর্শিদাবাদের (Murshidabad) কাগ্রামে (Kagram) বহু যুগ ধরেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন ৷ এই গ্রামের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) ৷ এলাকায় একাধিক সর্বজনীন পুজোর পাশাপাশি বহু পারিবারিক পুজোও হয় ৷ বেশ কয়েকটি পুজোয় পুরনো প্রথা মেনে মহিষ ও ছাগ বলি দেওয়া হয় ৷ কাগ্রামের পাশাপাশি আশপাশের গ্রামের বাসিন্দারাও এই পুজোয় সামিল হন ৷ উৎসবক্ষেত্র বদলে যায় সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal Harmony) মঞ্চে ৷ কারণ, এই গ্রামে হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও জগদ্ধাত্রীপুজোর অনুষ্ঠানে অংশ নেন ৷ এটাই এখানকার ঐতিহ্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST