Mamata at Darjeeling: পাহাড়ে চেনা ছন্দে মমতা, বানালেন মোমো; কিনলেন অর্কিড ফুল - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 14, 2022, 1:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

বৃহস্পতিবার আবারও অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee makes momo in Darjeeling) । এদিন সকালে জলাপাহাড় ও ম্যাল পার্শ্ববর্তী গ্রামে ঘুরতে বের হন মুখ্যমন্ত্রী । আর ঘুরতে বেরিয়ে একটি ছোট দোকানে ঢুকে নিজে হাতে বানিয়ে ফেললেন মোমো । এর পাশাপাশি দোকানের এক বৃদ্ধা ও তাঁর পরিবারের সঙ্গে জমিয়ে গল্প করতেও দেখা গেল মমতাকে । মুখ্যমন্ত্রীকে নিজেদের দোকানে পেয়ে খুশি হয়ে যায় ওই পরিবারটিও । এরপর সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশে থাকা একটি ছোট ফুলের দোকান থেকে অর্কিডও কেনেন তিনি । এদিন দুপুরেই পাহাড় সফর শেষ করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মমতা । এর আগে তিনি বানিয়েছিলেন ফুচকা এবং খুদেদের মধ্যে বিলি করেছিলেন চকোলেটও ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.