Cloud Burst in Kinnaur: কিন্নরে মেঘভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত আপেল বাগান ও ঘরবাড়ি - ভারী বৃষ্টির সতর্কতা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2023, 6:40 PM IST

হিমাচল প্রদেশের কিন্নরে মেঘভাঙা বৃষ্টিতে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা ৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে আটকে পড়েছে একাধিক গাড়ি ৷ কিন্নর জেলার কামরু গ্রামে বন্যায় অনেক আপেল বাগান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে । সেইসঙ্গে বন্যার সঙ্গে সঙ্গে নালাতে বড় বড় পাথরও চলে এসেছে। যে কারণে নালার আশপাশে ভূমিক্ষয় হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে রাজস্ব বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে যান। তারা ক্ষয়ক্ষতির হিসাব নিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হংরাং উপত্যকার লিটুক ডোগরির রুনাং নালাতে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা হয়েছে ৷ সেখানেও অনেক বাড়িঘর ও আপেল বাগানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত কয়েকদিন হিমাচলের এই জেলায় আবহাওয়া ঠিকঠাকই ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই আবহাওয়া বিরূপ হয় ৷ আবারও পাহাড়ের ঢালে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে । তাই জেলার অনেক এলাকায় ফের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে । নদী নালায় লাফিয়ে বেড়েছে জল । ডিসি কিন্নর তোরুল এস রাভিশ 25 জুলাই পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন এবং মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.