Jagadhatri Puja 2022: ন'রকমের মাছ দিয়ে চন্দননগরের ঘটক বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় ভোগ নিবেদন - জগদ্ধাত্রী পুজো
🎬 Watch Now: Feature Video
নয় রকমের মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয় চন্দননগরের ঘটক বাড়ির জগদ্ধাত্রী পুজোয় (Chandannagar Ghatak Bari Jagadhatri Puja in Hooghly) ৷ রুই, কাতলা, শোল, চিংড়ি-সহ মাছের নানান পদ দিয়ে দেবী জগদ্ধাত্রীকে ভোগ দেওয়ার প্রচলন আছে ৷ তন্ত্র মতে পুজো হয় ঘটক বাড়ির জগদ্ধাত্রী মা'য়ের ৷ 170 বছর আগে চন্দননগরের ঘটকরা তন্ত্র সাধনা করত । সিঙ্গুরে তাদের আদি বাড়ি ৷ সেখানে থেকে পুজোর শুরু করে ঘটকদের পূর্ব পুরুষরা ৷ নবমী-দশমী দু’দিন ঘটক বাড়ির জগদ্ধাত্রী পুজোয় ৷ তন্ত্র মতে পুজো হওয়ার কারণে এখানে ছাগল বলির রেওয়াজও চালু রয়েছে ৷ সেই সঙ্গে মাছের ঝাল-ঝোল রান্না করে জগদ্ধাত্রী পুজোয় ভোগ নিবেদন করা হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST