Durga Puja 2023: 'বাংলা থেকে অপসংস্কৃতি দূর হোক', উমার কাছে আর্তি শান্তনু ঠাকুরের - Bangaon Shantanu Thakur News

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 7:15 AM IST

Updated : Oct 23, 2023, 7:57 AM IST

অষ্টমীর রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধু মানুষ আর মানুষ. ঠিক যেন জনসমুদ্র ৷ আর সেই জনসমুদ্রের মধ্যে পুজো দেখলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ রবিবার সন্ধ্যায় এই বিজেপি সাংসদ বনগাঁর 1 নম্বর রেল গেট থেকে শহরের প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে ঠাকুর দেখেন ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতা -কর্মীরা ৷ এদিন বনগাঁর বিজেপি সাংসদের সঙ্গে হাঁটতে দেখা গেল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও যুবমোর্চার জেলা সভাপতি রাজীব রায়কে ৷ 

পরে বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মিলনীর পুজো মণ্ডপে আরতি করেন শান্তনু ঠাকুর ৷ মায়ের কাছে তিনি কী প্রার্থনা করেছেন ? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "মায়ের কাছে কামনা করেছি, বাংলা থেকে অপসংস্কৃতি দূর হোক ৷ বাংলার মানুষের দুর্দশা দূর হোক ৷ কারণ, এভাবে বেশি দিন চলতে পারে না ৷ বাংলার মানুষ যে বৈচিত্র চায়, সামাজিক অবস্থান চায়, তা হারিয়ে গিয়েছে ৷" এদিন তিনি আরও বলেন, "পায়ে ভীষণ ব্যথা ৷ তাও সেই ব্যথা নিয়েই ঘুরেছি আজ ৷ গতবার যে রাস্তা হাঁটতে 25 মিনিট সময় লেগেছিল, আজ সেই রাস্তা হাঁটতেই দেড় ঘণ্টা সময় লেগেছে ৷"

Last Updated : Oct 23, 2023, 7:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.