Surjya Kanta on Odisha Rail Tragedy: বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি সূর্যকান্তের - করমণ্ডল এক্সপ্রেস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 4, 2023, 10:22 PM IST

বালাসোর রেল দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করলেন সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ রবিবার আসানসোলে প্রয়াত সিপিএম নেতা মদন ঘোষের স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভা থেকে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কেন্দ্র তথা রেলের সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর কথায়, রেল দুর্ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে ৷ অনেক লেখালেখি হয়েছে ৷ এবার উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী এই ঘটনা নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেই হবে না বলে জানিয়েছেন তিনি ৷

সূর্যকান্তের দাবি, দু-একজন সিগন্যাল বা কেবিনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হয়ে যায় না ৷ এভাবে কেন্দ্র তার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক ৷ পাশাপাশি, ক্ষতিপূরণের প্রসঙ্গে তুললে তাঁর সাফ জবাব, ‘‘ক্ষতিপূরণ আবার কী ? মানুষের জীবনের কোনও ক্ষতিপূরণ হতে পারে না ৷ একটা নয়, একের পর এক হয়ে যাচ্ছে ৷ যেভাবে রেলে দুর্ঘটনা বাড়ছে, তাতে পরিষেবাটাই বিপর্যস্ত হয়ে পড়বে ৷ মানুষের নিরাপত্তার কোনও দাম নেই !’’ তাঁর মতে, রেল তথা কেন্দ্রেরও গাফিলতিও এই ঘটনার অন্যতম নেপথ্য কারণ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.