Municipal Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভায় সিবিআই হানা - পৌরসভায় সিবিআই হানা
🎬 Watch Now: Feature Video
কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই ৷ এই তদন্তদের সূত্রে বুধবার সিবিআই আধিকারিকরা বুধবার রাজ্যের বেশকিছু পৌরসভায় হানা দেন ৷ সেই তালিকায় ছিল নদিয়ার কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভা ৷ দুটি দলে ভাগ হয়ে এদিন কৃষ্ণনগর এবং শান্তিপুর পৌরসভায় যান সিবিআই এর তদন্তকারীরা ৷ পৌরসভার ভিতরে ঢুকে বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ এদিন টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি। পৌরসভার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন তদন্তকারীরা ৷
এই বিষয়ে শান্তিপুর পৌরসভার কর্মী রমেন সাহা জানান, সিবিআই এর তদন্তকারীরা 2009 সালের পর এখানে কোনও নিয়োগ হয়েছে কি না, তা জানতে চান ৷ কেন বিজ্ঞপ্তি দিয়ে পরে আর নিয়োগ করা হয়নি সেই প্রশ্নও করেন তাঁরা ৷ উল্লেখ্য, রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই । তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক নথিপত্র । গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে আরেক তৃণমূল নেতাকে ৷ তাদের জেরা করা উঠে আসে অয়ন শীল নামে এক প্রমোটারের নাম ৷ তাকে জেরা করেই জানা যায়, রাজ্যের বিভিন্ন পৌরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই ৷ মোট 14টি পৌরসভায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷