দ্বিতীয় হুগলী সেতুর উপর গাড়িতে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্যে - চলমান গাড়িতে আগুন
🎬 Watch Now: Feature Video
Published : Dec 22, 2023, 7:10 PM IST
Car set in Fire: দ্বিতীয় হুগলী সেতুর উপর চলমান গাড়িতে আগুন ৷ শুক্রবার বিকালে হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে দ্বিতীয় হুগলী সেতুর উপর একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায় । আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেতুর উপর । আটকে পড়েন বহু যাত্রী ৷ আগুনের ঘটনার জেরে সেতুতে হাওড়া থেকে কলকাতামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে । অভিযোগ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটলেও কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে আগুন নেভানোর কোনও যন্ত্র ছিল না ৷ সেতুর উপর যানজটে আটকে থাকা একটি তেলের ট্যাংকার থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় । গাড়ির ভিতরে চালক-সহ যাত্রীরা গাড়িতে ধোঁয়া বেরোতে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন । মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায় । দমকল বাহিনী আসতে বেশ কিছুক্ষণ দেরী করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের ৷ তাঁদের দাবি, যে কোনও মুহূর্তে এই দুর্ঘটনা আরও বড় আকার ধারণ করতে পারত ৷ ঘটনার জেরে সেতুর ওপর আটকে পড়েন বেশকিছু যাত্রী ৷