Fire in Bus: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে বাস - জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন
🎬 Watch Now: Feature Video
Published : Oct 5, 2023, 3:06 PM IST
জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন ৷ তবে আগুন ধরার বিষয়টি বুঝতে পেরেই তৎক্ষণাৎ বাস থেকে যাত্রীদের নামিয়ে দেন চালক ও খালাসিরা । তাই বড় বিপদ এড়ানো গিয়েছে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের 60 নম্বর জাতীয় সড়কের সুপ্রিম কারখানা সংলগ্ন এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও দমকল বাহিনী ।
জানা গিয়েছে, বাসটি দাঁতনের সোনাকানিয়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে 60 নম্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায় । এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বাস ড্রাইভার বাসটিকে ওই স্থানে দাঁড় করিয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন । বিধ্বংসী এই আগুনের ফলে আতঙ্কিত হয়ে পড়েন বাসের ভিতরে থাকা যাত্রীরা । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর । এই ঘটনার ফলে বাসটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় । তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই । যদিও এই বাসের আগুন ধরার কারণ নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷