Kali Puja 2022: নৈহাটির কালীপুজো মণ্ডপ এবার দুবাইয়ের 'বুর্জ আল আরব' - Kali puja theme 2022
🎬 Watch Now: Feature Video
তথাকথিত দুবাইয়ের 'ডি' হোটেল এখন নৈহাটিতে । না নতুন হোটেল তৈরি হয়নি ৷ তবে নৈহাটি নিউ স্টার ক্লাবের কালীপুজোর এবারের থিম 'বুর্জ আল আরব' (Burj Al Arab) ৷ বিজয়নগর এলাকায় নিউ স্টার ক্লাবের পুজো (Naihati new star club Kali puja) এবার 71তম বর্ষ । প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী । চন্দননগর থেকে আলো আনা হয়েছে । এই মণ্ডপের মূল কাঠামো বাঁশ, পাতলা কাঠ এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে । ভিতরে শোলা ও স্পঞ্জ ব্যবহার করা হয়েছে (Kali puja theme 2022) । আউটডোর আলোয় গোটা এলাকা ঢেকে যাবে । পুজো কমিটির দাবি, করোনা পরিস্থিতির আগে মানুষ প্রতিমা ও মণ্ডপ দেখতে ব্যাপক ভিড় করত ৷ এবার তার চেয়ে বেশি ভিড় হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST