Chardham Yatra 2023: কেদারনাথের হাঁটা পথে মন কাড়বে বুরাংশ ফুল ও জলপ্রপাতের সৌন্দর্য

By

Published : Apr 23, 2023, 3:31 PM IST

thumbnail

কেদারনাথ ধামে আগত তীর্থযাত্রীরা এবার 18 কিলোমিটার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হাঁটা পথে বুরাংশ ফুলের সৌন্দর্য দেখতে পাবেন ৷ গৌরীকুণ্ড থেকে লিঞ্চালি পর্যন্ত ফুটপাথে এই ফুল দেখা যায় ৷ তীর্থযাত্রীরা তাঁদের যাত্রার প্রাথমিক পর্যায়ে যদি বাবা কেদারের আবাসে আসেন তাহলে এই সুন্দর ফুল দেখতে পাবেন ৷ এর পাশাপাশি হাঁটার পথে বিভিন্ন স্থানে আসা জলপ্রপাতও মুগ্ধ করবে পুণ্যার্থীদের ৷  

25 এপ্রিল বাবা কেদারনাথ ধামের দরজা খুলতে চলেছে সকাল 6টা 20 মিনিটে ৷ যার প্রস্তুতি চলছে জোরকদমে ৷ 18 কিলোমিটার রাস্তায় হাঁটার পথে বুরাংশ ফুল ও বিভিন্ন জায়গায় জলপ্রপাতের সৌন্দর্য তীর্থযাত্রীদের সতেজ রাখতে সাহায্য করবে ৷ অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তাঁরা কখন যে বাবা কেদারনাথের কাছে পৌঁছে যাবেন তার পথশ্রম বুঝতেই পারবেন না ৷   

এবার নির্ধারিত দিনের দু'সপ্তাহ আগেই কেদারনাথ ধামের দরজা খুলে যাচ্ছে ৷ যাত্রার সময় তীর্থযাত্রীদের লিঞ্চালি থেকে বেস ক্যাম্পে দুই থেকে তিনটি স্থানে বড় হিমবাহের মধ্যে দিয়ে যেতে হবে ৷ এই সময়ই গৌরীকুণ্ড থেকে বেসক্যাম্প পর্যন্ত 18 কিলোমিটার হাঁটাপথে তাঁরা সর্বত্র বুরাংশ ফুল দেখতে পাবেন  ৷ সকলকেই মোহিত করবে এহেন প্রাকৃতিক সৌন্দর্য ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.