Laxmi Idol Business: ঘরে লক্ষ্মীপ্রবেশের আগেই ক্ষতির মুখে মৃৎশিল্পীরা! - Laxmi Idol
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 3:01 PM IST
|Updated : Oct 27, 2023, 12:30 PM IST
বংশ পরম্পরায় মাটির প্রতিমা তৈরি করেন চুঁচুড়ার কাপাসডাঙ্গার মৃৎ শিল্পীরা । এখানে সারা বছরই ছোট ছোট মাটির ছাঁচের মূর্তি তৈরি করে জীবিকা বেশ কয়েকঘর শিল্পীর । অথচ এই শিল্পীদের ঘরই বঞ্চিত থাকে দেবীর কৃপা থেকে ৷ লক্ষ্মী প্রতিমার পাশাপাশি গণেশ, কার্তিক, কালী মূর্তিও তৈরি করেন ৷ তা পাইকারী হারে বিক্রি করেন শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর-সহ বিভিন্ন বাজারে ৷ এই মরশুমের সারা বছরের জীবন-ধারণের খরচ যতটা পারা যায় ঘরে তোলার চেষ্টা করেন ৷
সামনেই লক্ষ্মী পুজো ৷ তার আগেই ব্যস্ত পটুয়া পাড়ার শিল্পীরা ৷ তাঁদের হাতে তৈরি প্রতিমা পৌঁছে যায় বিভিন্ন বাজারে ৷ সেখান থেকে কিনে নেন ব্যবসায়ীরা ৷ তাঁরা সেগুলো চড়া দামে বিক্রি করলেও কিছুটা লাভের মুখ দেখলেও শিল্পীদের আর্থিক উন্নতি নেই । শিল্পী গৌতম পাল বলেন, "বর্তমানে পিতল ও পাথরের প্রতিমা অনেকটা বাজার দখল করেছে । এছাড়া মূর্তি তৈরি জন্য মাটি ও রঙের দাম দিনের পর দিন বেড়েই চলেছে । সেই তুলনায় দাম দিতে অস্বীকার করছে ক্রেতারা । তাই লভ্যাংশ কমছে মূর্তি শিল্পে দাবি শিল্পীদের ।" লক্ষ্মী তৈরি করেও লক্ষ্ণী লাভ থেকে বঞ্চিত পটুয়া পাড়ার শিল্পীরা ।