Bongo Joddha Protest: পানশালাগুলিতে গুরুত্ব দিতে হবে বাংলা গানকে, দাবিতে পথে নামল ‘বঙ্গ যোদ্ধা’
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবসা করছে, তাই অন্যান্য ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে সমান গুরুত্ব দিতে হবে বাংলা ভাষাকেও ৷ এই দাবিতে মঙ্গলবার কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একাধিক পানশালা ও রেস্তোরাঁগুলিতে প্রতিবাদ জানাল বাংলা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন ‘বঙ্গ যোদ্ধা’ ৷ বেশ কিছু পানশালায় ঢুকে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন সংগঠনের সদস্যরা ৷ অভিযোগ পার্ক স্ট্রিটে যে পানশালাগুলি রয়েছে, সেখানে যে গান বাজে তাতে ব্রাত্য থাকে বাংলা ভাষা ৷ এমনকি, কেউ অনুরোধ করলেও ‘কর্তৃপক্ষের বারণ আছে’, এমনই জবাব ফিরে আসে ৷ একাধিকবার সেই অভিযোগ শোনার পর পথে নামল বঙ্গ যোদ্ধা নামে এই সংগঠন ৷
মঙ্গলবার রাতে সেই প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্য অভিজিৎ কুণ্ডু, অরুণ কুমার সেন, তপব্রত ভট্টাচার্য-সহ অন্যান্যরা ৷ একাধিক পানশালায় ঢুকে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সংগঠনের এক সদস্য জানান, "আমরা অনুরোধ করেছি যাতে অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও সংগীত পরিবেশন হয় ৷ কারণ বাংলার মাটিতে তারা ব্যবসা করছে ৷ তাই সেখানকার ভাষাকে তারা অপমান করতে পারে না ৷ যদি কেউ বাংলা ভাষার গান শুনতে চায়, তাহলে তাঁকে যেন গুরুত্ব দেওয়া হয় ৷ আমরা আজকে সব কর্তৃপক্ষকে এটাই বলেছি ৷" তবে আগামিদিনে বাংলা ভাষার গান পানশালাগুলিতে বাজানো না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ যোদ্ধা সংগঠন ৷