Murshidabad Bomb Defused: আমবাগানে উদ্ধার 21 বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড - মুর্শিদাবাদ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 27, 2022, 1:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

আম বাগানে উদ্ধার 21টি বোমা নিষ্ক্রিয় (Bomb Defuse) করল বম্ব স্কোয়াড (Bomb Squad) ৷ মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান পৌরসভার (Dhuliyan) 20 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গাজিনগরের বোরগাছি এলাকার একটি আমবাগান থেকে ওই 21টি বোমা উদ্ধার করা হয় ৷ বুধবার সকালে সেগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা ৷ বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত দু'জনের নাম আবদুল গফ্ফর এবং রনি শেখ ৷ তারা দু'জনই স্থানীয় বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এলাকারই দু'টি পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় ৷ তার জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ ইটবৃষ্টি থেকে বোমাবাজি, চলে সবকিছুই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ তারপরই উদ্ধার হয় ওই 21টি বোমা ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.