তিন রাজ্যে বিজেপির জয়ের উদযাপন, রাজ্য বিধানসভায় গেরুয়া শিবিরের বিজয়োল্লাস - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 4:56 PM IST
তিন রাজ্যের বিজেপির বিপুল জয়ের আঁচ পড়ল রাজ্য বিধানসভাতেও । সোমবার গেরুয়া শিবিরের বিজয়োল্লাস দেখল বিধানসভা। আর সেখান থেকেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কটাক্ষের সুরে তিনি বলেন, "গতকাল ফেসবুক লাইভ করবেন বলে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । সেটা করতে পারলেন না। আগে আমার সঙ্গে লড়াই করুন। আগে মোদির সৈনিকের সঙ্গে লড়াই করুন। তারপর নরেন্দ্র মোদিকে হারানোর চিন্তা করবেন। মোদিকে হারাতে মমতাকে পাঁচবার জন্ম নিতে হবে।"
পাঁচ বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেল তিন রাজ্যেই বিজেপির জয়জয়কার । তারপরেই এদিন রাজ্য বিধানসভায় উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বিজেপি শিবিরে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রীতিমতো আনন্দ করতে করতে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদির ছবি নিয়ে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে আসেন। তারপর আবার 'মমতা চোর' স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা।
এদিন রাজ্য বিধানসভায় রাজ্য বিজেপির বিধায়করা বিজয় মিছিলও করেন। মাথায় গেরুয়া গান্ধি টুপি, গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঝুলিয়ে এবং মহিলা বিধায়করা থালায় লাড্ডু সাজিয়ে গোটা বিধানসভা চত্বর জুড়ে বিজয় মিছিল সারেন। এরপর সকলের মধ্যে লাড্ডু বিতরণও করেন বিজেপি বিধায়করা। এমনকী রাস্তায় পথচারীদের মধ্যেও লাড্ডু বিতরণ করা হয়। এরপর বিধানসভা থেকে ময়দানে আম্বেদকর মূর্তি পর্যন্ত শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা মিছিল করে পৌঁছন। শুভেন্দু অধিকারী নিজে হাতে সেই লাড্ডু সভায় সকলের মধ্যে বিতরণ করেন।