Sukanta on Babul's Oath : ফাঁদে পড়ে বগা কাঁদে, বাবুলের শপথ-বিতর্ক নিয়ে কটাক্ষ সুকান্তর - তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15259121-thumbnail-3x2-photo-aspera.jpg)
জটিলতা কাটিয়ে অবশেষে বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয় (TMC's Babul Supriyo takes oath as MLA) ৷ এই নিয়ে এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumder) ৷ তাঁর দাবি, বঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারের অবস্থা ‘ফাঁদে পড়ে বগা কাঁদে‘-র মতো (BJPs Sukanta Slams TMC on Babul Oath Controversy) ৷ কারণ, তিনি বাবুল শপথবাক্য পাঠ না করালে মুখ্যমন্ত্রীকে সেই কাজ করতে হত ৷ মুখ্যমন্ত্রী রাজি না হলে দায়িত্ব পড়ার কথা ছিল বিরোধী দলনেতার কাঁধে ৷ সেসব বুঝতে পেরেই তৃণমূল রাজ্যপালের সিদ্ধান্ত মেনে নিয়েছে ৷ তাঁর আরও দাবি, এই ক্ষেত্রে সংবিধান মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST