BJP Yuva Morcha: পুজো মণ্ডপের সামনে মুড়ি-ঘুগনি-চপ বিক্রি বিজেপি যুব মোর্চার - পুজো মণ্ডপের সামনে মুড়ি
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) প্রস্তাব অনুযায়ী মণ্ডপের সামনে চা, বিস্কুট, ঘুগনি-মুড়ি, চপ নিয়ে হাজির বিজেপি যুব মোর্চা (BJP Yuva Morcha) ৷ একেবারে স্টল পেতে বসে কচুরিপানার বাটিতে করে বিক্রি করছেন বেকার যুবকেরা (Sell tea puffed rice in front of Durga Puja Mandap) । নন্দীগ্রাম হাসপাতাল মোড়ে দেখা মিলল সেই ছবির ৷ পুজো মণ্ডপের সামনে বসে তাঁরা কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে চা, বিস্কুট, ঘুগনি-মুড়ি, চপ বিক্রি করছেন বলে জানান । তাঁদের দাবি, রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীরা কোনও কাজ পাচ্ছে না ৷ মুখ্যমন্ত্রীর তাদের এইসব খাবারের দোকান খুলে বিক্রি করে কোটিপতি হতে বলেছেন ৷ তাই তাঁরা চা-বিস্কুট, মুড়ি-ঘুগনি ও চপের দোকান খুলে বসেছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST