BJP Worker Protests: বেহাল রাস্তায় মাছ ছেড়ে 'প্রতীকী' প্রতিবাদ বিজেপি'র - রাস্তা সারাইয়ের দাবিতে বিজেপির বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18056776-thumbnail-4x3-bjp.jpg)
রাস্তার বেহাল পরিস্থিতির প্রতিবাদে এবার পথে নামলেন বিজেপি কর্মীরা (BJP Worker Protests in Bidhannagar)৷ বুধবার বিধাননগর মিউনিসপ্যাল স্কুলের সামনের রাস্তার খানাখন্দে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ এই প্রতিবাদকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ৷ পুলিশের সঙ্গে ব্যপক ধস্তাধস্তি হয় বিজেপি সমর্থকদের ৷ বেশ কয়েকজন বিজেপি সমর্থককে আটক করে পুলিশ ৷ আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সল্টলেকের বিভিন্ন রাস্তা জরাজীর্ণ, খানাখন্দে ভরা ৷ বিশেষত এই স্কুলের সামনের রাস্তায় খানা-খন্দ থাকায় যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা ৷ অভিযোগ, একাধিকবার রাস্তার সারানোর কথা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জানালেও কোনও কাজ হয়নি ৷ কর্পোরেশনের তরফ থেকে রাস্তা সারাইয়ের কোনও হেলদোল নেই । সেই কারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হয়েছেন ৷ খানা-খন্দে জল ভরে সেখানে মাছ ছেড়ে প্রতিবাদ জানায় ৷ এই প্রতিবাদ কর্মসূচির চলাকালীনই ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর থানার পুলিশ ৷ প্রতিবাদে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয় ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷