Cooperative Election: নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি - জয়ী বিজেপি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16407538-1073-16407538-1663509469955.jpg)
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-1 (Nandigram) ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে (Cooperative Election) নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে জয়ী হল বিজেপি (BJP) ৷ মোট 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে তারা ৷ ঘটনায় উচ্ছ্বসিত দলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তাঁদের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই ব্লকে ভালো ফল করবে বিজেপি ৷ 10টি পঞ্চায়েতই দখলের লক্ষ্যমাত্রা নিয়েই নির্বাচনে ঝাঁপাবেন তাঁরা ৷ এদিকে, রবিবারের এই নির্বাচনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি ৷ তাতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয় ৷ বিজেপি-এর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে সন্ত্রাস ছড়াচ্ছে এবং ভোট লুঠ করতে চাইছে ৷ আর তৃণমূলের পালটা দাবি, বিজেপি বাইরে থেকে লোক এনে শান্ত এলাকাকে অশান্ত করতে চাইছে ৷ উত্তেজনার এই আবহেই এদিন বিজেপি এই জয় পায় ৷ একটি আসনে মাত্র 1 ভোটের জন্য হারতে হয় তাদের প্রার্থীকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST