Panchayat Elections 2023: শঙ্খ বাজিয়ে-ফুল ছুড়ে কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাল বিজেপি - 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 25, 2023, 1:46 PM IST

আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ নির্বাচন প্রক্রিয়ার শুরুর পর থেকেই শাসক-বিরোধীদের মধ্যে একাধিক বিষয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিস্তর জলঘোলার পর কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ মতো শনিবার বিকেলে মালদায় এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ তাদেরকেই স্বাগত জানালেন বিজেপি কর্মীরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থেকে বিএসএফের জওয়ানরা ভোটের দায়িত্ব পালন করতে মালদায় এসেছেন ৷ রবিবার সকাল সাড়ে 10 থেকে রুট মার্চ শুরু করেছেন তাঁরা ৷ প্রথমে পুরাতন মালদার সাহাপুর এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ বিজেপি কর্মীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কেউ নিরাপদ বোধ করছিলেন না ৷ আর তাই বাহিনী মালদায় আসায় শঙ্খ বাজিয়ে, ফুল ছুঁড়ে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ 

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে ভোট করনোর দাবি জানাচ্ছিল বিরোধীরা ৷ তা নিয়েই রাজ্যসরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের সৃ্ষ্টি হয় ৷ এরপরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা ৷ আদালত জানিয়ে দেয়  বাহিনীর উপস্থিতিতেই সম্পন্ন হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ ধাপে ধাপে মোট 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।     

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.