Dilip on New Governor: খুব যোগ্য দূরদর্শী ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে, সিভি আনন্দর বোসের প্রশংসা দিলীপের - বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor of West Bengal) হিসেবে প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ তার পর শুক্রবার সকালে নতুন রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ তাঁর কথায়, খুব যোগ্য দূরদর্শী ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে ৷ কেন্দ্রের অনেক প্রকল্প তিনি শুরু করেছিলেন ৷ তাঁর উদ্ভাবনী শক্তি রয়েছে ৷ আমাদের সৌভাগ্য এরকম একজন ব্যক্তি বাংলা এসেছেন । উল্লেখ্য, মুর্শিদাবাদে রাজনৈতিক কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের । সেই উদ্দেশ্যেই তিনি বেরিয়ে কল্যাণীতে এসে সাতসকালে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন । সেখানে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন । সেখানেই নতুন রাজ্যপাল প্রসঙ্গে তিনি প্রতিক্রিয়া দেন ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST