মুখ্যমন্ত্রীর সভার বিরুদ্ধে বিজেপি বিধায়কদের প্রতিবাদকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে, আটক 10 - BJP MLA Agitation
🎬 Watch Now: Feature Video
Published : Dec 11, 2023, 6:21 PM IST
BJP MLAs Agitation: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মঙ্গলবার সভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্টেডিয়ামে সরকারি সভা করার বিরুদ্ধে সোমবার বিকেলে প্রতিবাদ বিক্ষোভকে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ-সহ আরও 5 বিধায়ক এবং বিজেপি কর্মী-সমর্থকরা। আর বিজেপি বিধায়কদের এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে। বিজেপি বিধায়কদের সঙ্গে সংঘর্ষ জড়ায় শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
পরিস্থিতি সামাল দিতে বিজেপি বিধায়ক শংকর ঘোষ-সহ প্রায় 10 জন কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। তাঁদেরকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও পুলিশের সঙ্গে তুমুল বিক্ষোভ শুরু করেন বিধায়ক-সহ কর্মী-সমর্থকরা। শংকর ঘোষ বলেন, "শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মতো খেলার মাঠকে সরকারি সভার জন্য ব্যবহার করে নষ্ট করা হচ্ছে। আর তার প্রতিবাদ করতে গেলে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে। আমাদের মারধরও করেছে। কেন আমাদের তুলে আনা হল ৷" বর্তমানে থানায় রয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়, গোজোলের বিধায়ক চিন্ময় দেব, কোচবিহারের বিধায়ক জিতেন রায়, নাগরাকাটার বিধায়ক পুনা বাঙরা ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়-সহ 10 জনকে আটক করা হয়েছে ৷