Bipin Rawat Wax Statue স্বাধীনতা দিবসে বিপিন রাওয়াতের মোমের মূর্তি উন্মোচন - বিপিন রাওয়াত
🎬 Watch Now: Feature Video
76তম স্বাধীনতা দিবসে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্ট্যাফ বিপিন রাওয়াতের মোমের মূর্তি উন্মোচিত হল আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে (Bipin Rawat Wax Statue inaugurated in Asansol)। শিল্পী সুশান্ত রায় এই মূর্তিটি তৈরি করেছেন। রবিবার টেন বেঙ্গল ব্যাটালিয়নের কর্নেল অমিত গনেশ এই মূর্তিটির উদ্বোধন করলেন। মূর্তিটি দেখতে ইতিমধ্যে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন । নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মূর্তিটি । সুশান্ত রায় জানান, তাঁর বহুদিনের ইচ্ছে ছিল মূর্তিটি বানানোর । প্রায় দুমাস লেগেছে মূর্তিটি বানাতে । পাশাপাশি এই মূর্তির পোশাক নিয়ে আসা হয়েছে দিল্লির আর্মি স্টোর থেকে ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST