Bikash Sarkar join BJP: বিজেপিতে যোগ বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকারের - তৃণমূল ছাড়লেন বিকাশ সরকার
🎬 Watch Now: Feature Video
বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ অবশেষে তা সত্যি হল ৷ বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিকাশ সরকার (Bikash Sarkar Quit TMC) । রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি (Bikash Sarkar joins BJP) ৷ এদিন তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিধায়ক শংকর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্বরা । এদিন গেরুয়া পতাকা হাতে নিয়েই বিকাশ সরকার বলেন, দল করি সমাজসেবার জন্য। সমাজ সেবাই মূল মন্ত্র। তৃণমূল কংগ্রেসে আর সৎ ও নিষ্ঠাদের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই বিজেপি যোগ দিলাম। তিনি স্পষ্ট করেন, পদের জন্য নয় কাজ করার জন্য শাসকদলের ছত্রছায়া ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST