Dengue Larvae at CGO Complex: সিজিও কমপ্লেক্সে মশার আঁতুরঘর, বিভিন্ন জায়গায় জলা জমে মিলল ডেঙ্গির লার্ভা - বিধাননগর পৌরনিগম
🎬 Watch Now: Feature Video
Published : Aug 26, 2023, 3:53 PM IST
সিজিও কমপ্লেক্স যেন মশার আঁতুরঘর । শনিবার বিধাননগর পৌরনিগমের ডেঙ্গি অভিযান চালানো হল ৷ তাতে বিভিন্ন জায়গায় মিলেছে ডেঙ্গির লার্ভা । সূত্রের খবর, সল্টলেকে সিজিও কমপ্লেক্সের তরফ থেকে বিধাননগর পৌরনিগমকে একটি চিঠি পাঠানো হয়েছিল । তাতে বর্ষাকালে ডেঙ্গির মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় । সেইমতো আজ বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে একটি দল পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে । তারা এসে অভিযান চালাতে গিয়ে হতবাক হয়ে যায় । দেখা গিয়েছে, সিজিও কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া আসবাবপত্র থেকে শুরু করে ফুলের টব ও খাবারের পাত্রতে জমে রয়েছে জল ৷ আর তাতে জন্ম নিয়েছে ডেঙ্গির লার্ভা । এরপরই ডেঙ্গি অভিযানে আসা কর্মীরা গোটা সিজিও কমপ্লেক্সে মশা মারার তেল ও ধোঁয়া স্প্রে করেন । এর পাশাপাশি সিজিও কমপ্লেক্সের ভেতরে পরিষ্কার করে ছড়িয়ে দেওয়া হয় ব্লিচিং ।
জানা গিয়েছে, চার থেকে পাঁচজন সিআরপিএফ জওয়ানদের ডেঙ্গি ধরা পড়েছে ৷ তারপরেই নড়েচড়ে বসে সিজি কমপ্লেক্স কর্তৃপক্ষ ৷ সিপিডব্লিউডির পক্ষ থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণে বিধাননগর পৌরনিগমে একটি চিঠি পাঠানো হয় ৷