thumbnail

By

Published : Jul 11, 2023, 3:12 PM IST

ETV Bharat / Videos

Panchayat Election Results 2023: পাহাড়ে ঝড় অনিত থাপার বিজিপিএমের, ধাক্কা খেল বিরোধী জোট

পাহাড়ে 22 বছর পর অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ আর ভোটগণনার পর জয়ের ঝড় তুলল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । দার্জিলঙে মোট 70টি গ্রাম পঞ্চায়েত ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে মঙ্গলবার দুপুরের মধ্যে 25টি গ্রাম পঞ্চায়েত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দখল করে নিয়েছে । 

অন্যদিকে, বিরোধী জোট অর্থাৎ ইউনাইটেড গোর্খা এলায়েন্স একটি আসনে জয় পেয়েছে । তবে পৃথকভাবে লড়ে বিজেপি পেয়েছে দুটি আসন । আর অমীমাংসিত থেকে গিয়েছে একটি গ্রাম পঞ্চায়েত । পাশাপাশি, কালিম্পং জেলার 42টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ তার মধ্যে 12টি গেল বিজিপিএমের দখলে ৷ দুটো পেয়েছে বিজেপি ও একটি গ্রাম পঞ্চায়েত অমীমাংসিত থেকে গিয়েছে ।  

গ্রাম পঞ্চায়েতের গণনায় প্রথম থেকেই মঙ্গলবার বাজিমাত করেছে অনিত থাপার দল । অন্যদিকে, আটটি আঞ্চলিক দল মহাজোট করেও খুব একটা সুবিধা করে উঠতে পারল না । দার্জিলিং থেকে কালিম্পং, দুটি জেলাতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করে চলেছে বিজিপিএম । জয়ের খবর প্রকাশ্যে আসতেই হলুদ আবির নিয়ে উৎসবে মেতেছে অনিত থাপার দলের কর্মী সমর্থকেরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.