Jaya Ahsan: তাঁর অভিনীত ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে জয়া এহসান, কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে - তাঁর অভিনীত ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে জয়া
🎬 Watch Now: Feature Video
তাঁর অভিনীত ছবি 'ওসিডি' দেখতে মঙ্গলবার চলচ্চিত্র উৎসবে হাজির জয়া এহসান ৷ 'ভূতপরী'-র পর পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে এটি দ্বিতীয় ছবি ওপার বাংলার অভিনেত্রীর ৷ নন্দনে এদিন বিকেল 4টে থেকে দেখানো হল জয়া অভিনীত 'ওসিডি' ৷ তাঁর আগে ইটিভি ভারতকে ছবি নিয়ে নানা কথা শোনালেন অভিনেত্রী (Bengali Actress Jaya Ahsan talks to ETV Bharat at KIFF 2022) ৷ ছবি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় পরিচালক সৌকর্যও (Soukarya Ghosal) ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST