Sukanta Slams TMC: মিড ডে মিলের বরাদ্দ বন্ধে কেন্দ্রের কাছে আর্জি জানানোর হুঁশিয়ারি সুকান্তর - অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি
🎬 Watch Now: Feature Video
বীরভূমের লাভপুরে বুধবার বিজেপির পদযাত্রায় অংশ নিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ সেই মিছিলে অংশ নেওয়ার মাঝে ইটিভি ভারতের কাছে বঙ্গ বিজেপির সভাপতি মিড ডে মিল দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ৷ এই নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ প্রয়োজনে মিড ডে মিলের টাকা বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ তাছাড়া বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন সুকান্ত ৷ তিনি এমন একটা সময় এই পদযাত্রায় অংশ নিলেন, যখন বীরভূমে ঘাসফুল শিবিরের সেনাপতি অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি ৷ এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, অনুব্রত মণ্ডল না থাকায় বীরভূমের কিছু মানুষের সুরাহা অবশ্যই হয়েছে ৷ কিন্তু তার পরও অনুব্রতর সাগরেদদের অত্যাচার শেষ হয়নি ৷ সেই সাগরেদরাই এখন বিভিন্ন পাচারে অংশ নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷ প্রসঙ্গত, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির অনুপস্থিতিতে সংগঠন দেখভাল করার দায়িত্ব নিজের কাছেই রেখেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন সুকান্ত ৷ তাঁর দাবি, পাচারের সঠিক হিসেব রাখতেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দায়িত্ব নিয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েতে অবশ্যই প্রার্থী দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে ৷ তৃণমূল বাধা দিতে এলে উপযুক্ত ওষুধ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷